১২৬৭ বার গ্রেপ্তারের পর আবারও গ্রেপ্তার!
১২৬৭ বার গ্রেপ্তারের পর আবারও গ্রেপ্তার!
১২৬৭ বার গ্রেপ্তার হয়ে পৃথিবীর সবচেয়ে বেশিবার গ্রেপ্তারকৃত ব্যক্তির খেতাব পেয়েছেন হেনরি আর্ল। সম্প্রতি এ মার্কিনি আবার গ্রেপ্তার হলেন।
গত ৪০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গ
রাজ্যের আর্ল বিভিন্ন অপরাধে মোট ১২৬৭ বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এবার তিনি একটি রেস্টুরেন্টের বাইরে মাতাল হওয়ার অপ
রাধে আবার গ্রেপ্তার হলেন।আর্ল প্রথমবার গ্রেপ্তার হন ২০ বছর বয়সে। সম্প্রতি তিনি তার ৬৪তম জন্মদিন জেলখানায় কাটান। অবশ্য গত তিনটি জন্মদিনও জেলেই কাটাতে হয়েছে তাকে।
প্রায় ছয় হাজার দিন জেলে কাটানো আর্লকে পৃথিবীর সবচেয়ে বেশিবার গ্রেপ্তারকৃত ব্যক্তি বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।
0 comments
Write Down Your Responses