মিশরে ৩ হাজার বছরের পুরনো সমাধির খোঁজ


প্রত্নতত্ত্ববিদরা বলেন, ওই ব্যক্তিকে ভেতরে কবর দেয়া হয়েছে। এটা ‘হেড অব বিয়ার প্রোডাকশন’ ছিল।

জাপানের প্রত্নতত্ত্ববিদরা তৃতীয় ফারাও আমেনহোতেপের শীর্ষ এক কর্মকর্তার সমাধি নিয়ে কাজ করার সময় ওই ব্যক্তির সমাধিটি খুঁজে পান। তৃতীয় ফারাও আামেনহোতেপ ১৩৫৪ বিসি তে মারা যান।

লুক্সরে বিশাল ও বিখ্যাত মন্দির রয়েছে যেটা তৃতীয় আমেনহোতেপ ও পরে দ্বিতীয় রামেসেস নির্মাণ করেছেন।

বিশেষজ্ঞরা জানান, সমাধিটির দেয়ালের রং খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে এবং সেখানে দৈনন্দিন জীবন বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান চিত্রিত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

দেশটির প্রত্নতত্ত্বমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম মিশরের আল-আহরাম পত্রিকাকে বলেন, যতক্ষণ পর্যন্ত খনন কাজ সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত সামাধির চারপাশের নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকবে।

তিনি আরো জানান, খনন কাজ পুরোপুরি শেষ হওয়ার পর এটা দর্শণার্থীদের জন্য খুলে দেয়া হবে। যদিও এর প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম এরপরও চলবে।

0 comments

Write Down Your Responses

Pages

তথ্যের সন্ধানে সর্বত্র

Powered by Blogger.

ad125px

secondrightads

Recommended Post Slide Out For Blogger
ব্রেকিং নিউজ