২০১৪ সালে কলকাতা মাতাবে যে ছবিগুলো

এই বছরটি ছিল ভারতীয় বাংলা ছবির টানিং পয়েন্ট। বস, দিওয়ানা, রংবাজের সঙ্গেই বঙঅফিসে চুটিয়ে রাজত্ব করেছে মিশর রহস্য, চাঁদের পাহাড়ার মতো ছবি। বাংলা বঙঅফিসে সত্যিই বদলের জোয়ার এনেছে ২০১৩। ২০১৪-য় বাঙালির পাতে থাকা সেরা পদগুলো-


১.জাতিস্মরঃ অ্যান্টনি ফিরিঙ্গির জীবন নিয়ে ছবি জাতিস্মর। সৃজিত মুখার্জির পরিচালিত ছবির পোস্টার এর মধ্যেই জনপ্রিয়। নতুন বছরে জাতিস্মরের একেবারে অন্যরকম লুকে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
২.অপুর পাঁচালিঃ বাংলা ছবি থেকে শিশু অভিনেতাদের হারিয়ে যাওয়া নিয়ে ছবি অপুর পাঁচালি। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পর এবার অপুর জীবন নিয়ে সাদাকালো ছবি তৈরি করেছেন কৌশিক গাঙ্গুলি। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন পার্নো মিত্র।
৩.দ্যা মাফিয়াঃ ধুম এবার বাংলায়। ধুম থ্রি-র বাংলা রিমেক দ্যা মাফিয়া নিয়ে আসছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবিতে সহিরের ভূমিকায় রয়েছেন দেব, এসিপি রয় জিৎ, আলির চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত। আলিয়ার চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক। রয়েছে শুভশ্রীর আইটেম নাম্বার। ছবির মিউজিক করেছেন জিৎ গাঙ্গুলি ও প্রীতম। টলিউডের দুই সেরা বাজি দেব, জিৎ একসঙ্গে।
৪.বস টুঃ ২০১৩-র সুপারহিট ছবি বসের সিক্যুয়াল বস টু। বাবা যাদব পরিচালিত ছবিতে রয়েছেন তেরোর ফ্রেশ জুটি জিৎ-শুভশ্রী। বস-এর সাফল্যের পর থেকে বস টু নিয়ে বাজি লাগাচ্ছেন অনেকেই।
৫.পাগলু থ্রিঃ শঙ্কর থেকে আবার পাগলুতে ফিরছেন দেব। বঙঅফিসে পাগলু আর পাগলু টু-র সাফল্যই বলে দিচ্ছে কী হতে চলেছে পাগলু থ্রি-র ভাগ্য।
৬.অভিশপ্ত নাইটিঃ বিরসা দাশগুপ্তর ছবি অভিশপ্ত নাইটি দিয়ে ফিরছেন পাওলি দাম। পাওলির বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, রাহল, প্রিয়াঙ্কা সরকার। ক্যামিও চরিত্রে রয়েছেন দেব। মুক্তির আগেই নামের জন্যই বিরসার ছবি নিয়ে উত্তেজনার পারদ চরমে।
৭.বুনো হাঁসঃ সমরেশ মজুমদারের গল্পো নিয়ে অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি বুনো হাঁস। চাঁদের পাহাড়ের পর ফের অন্যরকম ছবিতে দেব। বিপরীতে রয়েছেন শ্রাবন্তী। ছবিতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, মুনমুন সেন, অরিন্দম শীল ও সুদীপ্তা চক্রবর্তী।
৮.বচ্চনঃ তেরোয় বস ও দিওয়ানার মতো ছবির পর চোদ্দোয় এবার কমেডি দিয়ে লাক ট্রাই করতে প্রস্তুত জিতৎ। বহুদিন পর কোনও মূলধারার ছবির সব গানের শুটিং হয়েছে কলকাতায়। রাজা চন্দ পরিচালিত ছবিতে জিতের বিপরীতে রয়েছেন কন্নড় ছবির বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিতা রায়। রয়েছেন পায়েল সরকারও। কন্নড় ছবি বিষ্ণুবর্ধনের রিমেক বচ্চন। তবে ছবির মূল আকর্ষণ শুভশ্রীর আইটেম নম্বর।
৯.অরুন্ধতীঃ উনবিংশ শতাব্দীর ঐতিহাসিক গল্পো নিয়ে সুজিত মন্ডলের ছবি অরুন্ধতী। রোম্যান্টিক হিরোইনের তকমা থেকে প্রথমবার যুদ্ধংদেহী রানির ভূমিকায় কোয়েল। রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রাহুল ব্যানার্জি। চরিত্রের জন্য ঘোড়ায় চড়া, অসিচালনা শিখেছেন কোয়েল। ভেঙ্কটেশ ও সুরিন্দর ফিল্মসের যুগ্ম প্রযোজনা অরুন্ধতী।
১০.হাইওয়েঃ সুদীপ্ত চট্টোপাধ্যায়ের ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের রয়েছেন কোয়েল মল্লিক। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিতে মিউজিক দিয়েছেন অনুপম রায়।

0 comments

Write Down Your Responses

Pages

তথ্যের সন্ধানে সর্বত্র

Powered by Blogger.

ad125px

secondrightads

Recommended Post Slide Out For Blogger
ব্রেকিং নিউজ